Print Date & Time : 10 September 2025 Wednesday 3:50 pm

গজারিয়ায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দুই এলাকায় অভিযান চালিয়ে আট হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা গেছে, গজারিয়া উপজেলার ৯ কিলোমিটার দীর্ঘ লাইন দুটির মাধ্যমে আতিকনগর, বালুয়াকান্দি, শান্তিনগর, কাজীরগাঁও বড় রায়পাড়া, ছোট রায়পাড়া, আড়ালিয়া, মুদারকান্দিসহ মোট ৮টি গ্রামে অন্তত আট হাজার অবৈধ গ্যাস সংযোগ চলত।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাইন দুটি খুঁজে বের করেন তারা। বালুয়াকান্দি থেকে মুদারকান্দি পর্যন্ত একটি লাইন, যার দৈর্ঘ্য আনুমানিক ৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৭ হাজারের মতো অবৈধ গ্যাস সংযোগ চালু ছিল।

অন্যদিকে বালুয়াকান্দি আতিকনগর থেকে বালুয়াকান্দি গ্রাম পর্যন্ত আরেকটি লাইন, যার দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এর মধ্যে অন্তত এক

 হাজার অবৈধ সংযোগ চালু ছিল। দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গজারিয়া উপজেলার আরও কিছু জায়গায় অবৈধ গ্যাস সংযোগ

চালু রয়েছে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম, সোনারগাঁও আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান।