গজারিয়ার ভাটেরচর বাজারে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাজারে উদ্বোধন করা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তৃতীয় এজেন্ট ব্যাংকিং আউটলেট। গত রোববার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাজারে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ আউটলেট উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান ড. মো. কামাল উদ্দিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফ্টওয়্যার ডিভিশনপ্রধান মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম, সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মো. আলী  আহমেদ ভূঁইয়া, এজেন্ট ‘কেএনবি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ডা. মো. আতাউর রহমান খান খাদেম ও টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সালাউদ্দিন মাস্টার। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি