Print Date & Time : 29 August 2025 Friday 9:02 am

গণঅবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান চলছে। ইতোমধ্যে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। এটি বিকেল ২টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গণ-অবস্থান থেকে সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।