Print Date & Time : 2 September 2025 Tuesday 12:15 pm

গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: গণটিকার দ্বিতীয় ডোজ আগামী ২৮ অক্টোবর দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জš§দিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে বিশেষ কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয়েছিল। প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ, আর দ্বিতীয় দিন ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেয়া হয়। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওইদিন সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হবে এবং ক্যাম্পেইনে শুধু দ্বিতীয় ডোজ দেয়া হবে।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বরের আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এই কার্যক্রম। তবে টিকার সংকটের কারণে সেই কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।