গণমিছিলের অনুমতি নিয়েছে বিএনপি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: বিএন‌পি রাজধানীতে শুক্রবার গণমিছিল করার অনুম‌তি নি‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি গণমাধ্যমকে বলেছেন, আজকের গণমিছিলের জন্য বিএনপি অনুমতি নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর প্রতিটি জায়গায় সতর্ক অবস্থানে থাকবে।

ঢাকায় আজ গণমিছিল করবে বিএনপি। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় এ কর্মসূচি পালিত হবে। সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও আজ রাজপথে থাকবে।

যদিও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত বুধবার (৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণার সময় অনুমতি ছাড়াই কর্মসূচি পালনের কথা বলেছিলেন।