Print Date & Time : 11 September 2025 Thursday 11:05 pm

গণস্বাস্থ্যে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস

শেয়ার বিজ ডেস্ক: আগামীকাল রোববার রাত থেকে গণস্বাস্থ্যের ধানমন্ডির নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে অল্প খরচে চতুর্থ শিফট (রাত ৮টা ৩০ মিনিট) ও পঞ্চম শিফটে (রাত ২ টা) রোগীদের জন্য প্রতি সেশনে ন্যূনতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সারাদেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা। গত কয়েক দিন পত্রপত্রিকায় ও মিডিয়ায় চট্টগ্রাম ও ঢাকায় রোগীদের কান্নাকাটির একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্যের ধানমন্ডির নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের রাতে অল্প খরচে চতুর্থ ও পঞ্চম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে।

ডায়ালাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে ১০০ রোগীকে এ সুবিধা দেয়া যাবে। বিশেষজ্ঞদের মাধ্যমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে সেরা বিভিন্ন চিকিৎসার সুব্যবস্থা আছে।’