গণস্বাস্থ্য নগর হাসপাতালে ২৫ লাখ টাকা দিল রোটারি ক্লাব অব সোনারগাঁও

গতকাল বুধবার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকা কর্তৃক গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইসিইউ সমৃদ্ধকরণ সহায়তা প্রকল্পে উন্নত মানের যন্ত্রপাতি কেনার জন্য ২৫ লাখ টাকার অনুদান দেয়া হয়। অনুদানের চেক গ্রহণ করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহখোন্দকার। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সোনারগাঁওয়ের সাবেক প্রেসিডেন্ট এবং প্রজেক্ট চেয়ার রোটারিয়ান ডা. মাহাফুজা মৌসুমী, বর্তমান প্রেসিডেন্ট ফজলুর রহমান, সাবেক প্রেসিডেন্ট মাসুদ আহমেদ, সাবেক প্রেসিডেন্ট মাহাজাবীন মাসুদ, আরসিএসডির সাবেক প্রেসিডেন্ট ও ট্রেজারার কাজী রওনক হোসাইন, আরসিএসডির নির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী কামরুল হাসান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু ও ডিরেক্টর ফাইন্যান্স মনিকা সরকার প্রমুখ।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ‘গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সমাজের ধনবান ব্যক্তিদের সহায়তা এনে এ হাসপাতাল  প্রতিষ্ঠা করেছেন। গরিব অসহায় মানুষ যেন সুলভে চিকিৎসাসেবা পান, সেজন্য গণস্বাস্থ্য সবসময় কাজ করে যাচ্ছে।’ রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকা গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ সমৃদ্ধকরণ সহায়তা প্রকল্পে চিকিৎসাসেবায় এগিয়ে এসে যে আর্থিক সহায়তা করে কর্তব্য পালন করেছে, সেজন্য তিনি তাদের কৃতজ্ঞতা জানান।