গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না: শিক্ষামন্ত্রী

প্রতিনিধি, লালমনিরহাট : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এখন থেকে আর গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না। এসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। কারণ, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা শিক্ষাকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। গতকাল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জš§শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘নীতিমালা অনুযায়ী কোনো ধরনের সুপারিশ ছাড়াই যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। কোনো নেতা, মন্ত্রী কিংবা অন্য কোনো উপায়ে এখন আর এমপিওভুক্তির সুযোগ নেই। তাই যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ, তারা কোনোভাবেই এমপিওভুক্তি পাবে না। এজন্য সবাইকে এমপিওভুক্তির নীতিমালার আলোকে শর্তপূরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। লালমনিরহাটেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সারাক্ষণ শুধু ক্লাস আর ক্লাস। সারাক্ষণ পরীক্ষা। কোচিংয়ের মধ্যে ডুবে থাকে তারা। আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দদায়ক করতে চাই। এ জন্য এত পরীক্ষা নিতে চাই না।’

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোজাম্মেল হক প্রমুখ।

এর আগে কলেজ প্রাঙ্গণে তিনটি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা।

দিনাজপুরে অন্য একটি অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নিয়ে পিছিয়ে পড়া সময়টুকু পুষিয়ে নিতে হবে। ভয়াবহ করোনার কারণে তাদের শিক্ষা কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়েছে। ফলে শিক্ষার্থীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

‘উপযুক্ত শিক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীরা কেউ বেকারত্ব থাকবে না’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই নিজেদের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে তাদের পেশা বেছে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ধাবিত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ 

শিক্ষার্থীরা যাতে অনলাইনে ক্লাসে তাদের পিছিয়ে থাকতে না হয় সে বিষয়টি বাস্তায়ন ও ফলপ্রসূ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সব শিক্ষককে পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উšে§াচন এবং পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।