গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) ইউজিসির অনুমোদন

গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) প্রোগ্রামের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ২০২২) গণ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক বরাবর ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ২৪ (৩) ধারা মোতাবেক গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের অধীনে বিবিএ প্রোগ্রামের অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তি