নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের অভিযোগে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু ও আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সারোয়ার হোসেন বাবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার আশুলিয়া আমলি আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ পরোয়ানা জারি করেন।
গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-সংলগ্ন জমি কেনার কাজে রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু পরস্পর যোগসাজশে এবং দলিল লেখক মো. সারোয়ার হোসেন বাবুলের সহযোগিতায় বিভিন্ন খাতে প্রয়োজনের অতিরিক্ত দলিলের মূল্য ও রেজিস্ট্রি ফি প্রদর্শন করেন এবং ভুয়া বিল ভাউচার দেখিয়ে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। গণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ তদন্তে এ অর্থ আত্মসাতের সত্যতা পায়। পরে গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত বছরের ৫ সেপ্টেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। আদালত পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ প্রদান করেন। পিবিআই অভিযোগের তদন্ত করে ৭৩ লাখ ৯৪ হাজার ১৯০ টাকা আত্মসাতের প্রমাণ পায় এবং তদন্ত প্রতিবেদন জমা দেয়।