Print Date & Time : 5 August 2025 Tuesday 11:43 am

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৬তম সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৬তম সভা গতকাল রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। সভায় ট্রাস্টি বোর্ডের ৪৫তম সভার কার্যবিবরণীর ওপর আলোচনা ও  অনুমোদন, ১২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুমোদন, ২০২০-২০২১ অর্থবছরের অডিট রিপোর্টের অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য হোসনে আরা শাহেদ, আলতাফুন্নেসা, ডা. আবুল কাসেম চৌধুরী, দিলারা চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ প্রমুখ সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি