Print Date & Time : 13 September 2025 Saturday 6:41 pm

গতি নেই ভারতের পুঁজিবাজারে অনিশ্চয়তা বাড়ছে

 

শেয়ার বিজ ডেস্ক: ভারতের পুঁজিবাজারে সোমবারের মতো গতকাল মঙ্গলবারও একই গতিতে লেনদেন হয়েছে। এছাড়া সকালের অধিবেশনে দুই সূচকে ছিল অনিশ্চয়তা। খবর: ইকোনমিক টাইমস।

মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় শূন্য দশমিক ০২ শতাংশ বা ১৪ দশমিক ১৭ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৭১ হাজার ৭১৭ দশমিক ২৫। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় শূন্য দশমিক ০১ শতাংশ বা ১ দশমিক ৯৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছেছিল ২১ হাজার ৭৭৩ দশমিক ৬৫-এর স্তরে।

তবে ঊর্ধ্বগামী ছিল ইন্ডিয়া ভিক্সের সূচক, শূন্য দশমিক ৯৬ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছিল সূচকটি।

গতকাল নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক প্রায় শূন্য দশমিক ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এদিকে নিফটি ব্যাংক, নিফটি পিএসইউ ব্যাংক, নিফটি ফিন্যান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাংক এবং নিফটি পিএসইর সূচকে সবচেয়ে বেশি ক্ষতি হয়। ওই সূচকগুলো যথাক্রমে শূন্য দশমিক ২৮, শূন্য দশমিক ১১, শূন্য দশমিক ২৭, শূন্য দশমিক ০৭, শূন্য দশমিক ২৫ এবং শূন্য দশমিক ২৯ এবং শূন্য দশমিক ১০ শতাংশ হ্রাস পেয়েছিল।

অন্যদিকে নিফটি অটো, নিফটি আইটি, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। এই সূচকগুলো যথাক্রমে শূন্য দশমিক ৫৬, শূন্য দশমিক ৫২, শূন্য দশমিক ৭৭, শূন্য দশমিক ৩৬, শূন্য দশমিক ৩২, শূন্য দশমিক ৬৫, শূন্য দশমিক ৩৬, শূন্য দশমিক ০৮, শূন্য দশমিক ৬০, শূন্য দশমিক ২১, শূন্য দশমিক ৮৭ এবং শূন্য দশমিক ৩১ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছিল।