নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে (২২ থেকে ২৬ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯৮টি বা ৭৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ড।
সপ্তাহজুড়ে বন্ডটির শেয়ার দর বেড়েছে ৮৬.০২ শতাংশ। আগের সপ্তাহে বন্ডটির ইউনিট দর ছিল ৪ হাজার ৬৫০ টাকা ; যা গত সপ্তাহে ৮ হাজার ৬৫০ টাকায় দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মার শেয়ার দর ৩১.৯১ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ১২ টাকা ৪০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা রহিমা ফুডের ২৪.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ২২.৫২ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ২১.৩১ শতাংশ,সাফকো স্পিনিংয়ের ২০.৮৮ শতাংশ,দেশ গার্মেন্টসের ১৮.২১ শতাংশ,লিগ্যাসি ফুটওয়্যারের ১৭.৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১০.৮৩ শতাংশ ও ন্যাশনাল টিউবসের ৭৪.৭০ শতাংশ দর বেড়েছে।