Print Date & Time : 14 September 2025 Sunday 10:47 pm

গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গেলেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: এক দফার আন্দোলনে ঢাকার প্রবেশদ্বারে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আহত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তার নয়া পল্টনের কার্যালয়ে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ জুলাই) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেখানে যান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বেলা ১২টার দিকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় গয়েশ্বর রায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন দলের মহাসচিব।

শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে ধোলাইখালে বিএনপি-পুলিশের সংর্ঘষে আহত হয় গয়েশ্বর চন্দ্র। দলের পক্ষ থেকে দাবি করা হয়- পুলিশ-ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যৌথ হামলায় আহত হন গয়েশ্বর চন্দ্র রায়।