Print Date & Time : 4 August 2025 Monday 5:54 pm

গরিব দেশগুলোর জন্য এক কোটি ডোজ টিকা চায় ডব্লিউএইচও

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বের গরিব দেশগুলোয় বিতরণের জন্য বিভিন্ন দেশ ও সংস্থার কাছে জরুরি ভিত্তিতে এক কোটি ডোজ করোনার টিকা চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ প্রয়োজনের কথা জানিয়েছেন। খবর: বিবিসি।

সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস বলেন, ‘চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকটি দেশ এবং টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার। আমি তাদের জানিয়েছিলাম, বছরের প্রথম ১০০ দিনের মধ্যে বিশ্বের সব দেশে গণটিকাদান কর্মসূচি শুরু করার লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তারা তখন (সহযোগিতা করতে) সম্মতিও দিয়েছিল।’ ‘সেই সময়সীমা শেষ হতে বাকি আছে আর মাত্র ১৫ দিন; কিন্তু এখনও ৩৬টি দেশ এই কর্মসূচি শুরু করতে পারেনি এবং তার একমাত্র কারণ তাদের কাছে কোনো কোম্পানির করোনা টিকার একটি ডোজও নেই।’

গেব্রিয়েসুস জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এই ৩৬টি দেশের মধ্যে ১৬টি দেশ আগামী দু’সপ্তাহের মধ্যে করোনা টিকার ডোজ পাবে, ফলে এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই গণটিকাদান কর্মসূচি শুরু করতে পারবে ওই দেশগুলো; কিন্তু বাকি ২০টি দেশে কবে নাগাদ টিকার ডোজ পৌঁছাবে তা এখনও নিশ্চিত নয়।

বিশ্বের দরিদ্র ও পিছিয়ে পড়া দেশগুলোর করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে টিকা বিতরণকারী আন্তর্জাতিক জোট গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সঙ্গে যৌথভাবে ‘কোভ্যাক্স ইনিশিয়েটিভস’ নামের একটি প্রকল্প পরিচালনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২০ সালে জাতিসংঘের সমর্থনে শুরু হয়েছে এই প্রকল্প।

গেব্রিয়েসুস বলেন, ‘কোভ্যাক্স প্রকল্পের আওতায় আগামী দু’সপ্তাহের মধ্যে এই ২০টি দেশে গণটিকাদান কর্মসূচি শুরু করতে জরুরি ভিত্তিতে আমাদের এক কোটি করোনা টিকার ডোজ প্রয়োজন। এটি খুব বড় কোনো চাওয়া নয়, ২০টি দেশে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য এই পরিমাণ ডোজ যথেষ্টও নয়, আমরা শুধু চাই, দেশগুলো যেন অন্তত কর্মসূচি শুরু করতে পারে।’

চলতি বছর কোভ্যাক্সের আওতায় বিশ্বজুড়ে ২০০ কোটি করোনা টিকার ডোজ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু পর্যাপ্ত টিকার ডোজের অভাবে সেই লক্ষ্যমাত্রা সফল হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এরই মধ্যে।

এজন্য উন্নত দেশগুলোর অতিরিক্ত পরিমাণ করোনা টিকার ডোজ মজুত করার প্রবণতাকে দায়ী করেছে ডব্লিউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গেব্রিয়েসুস উন্নত দেশগুলোর এই প্রবণতাকে সমালোচনা করে এর আগে বলেছিলেন, উন্নত দেশগুলো তাদের নৈতিকতার শেষ সীমায় পৌঁছেছে।