কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

গরুর চামড়ায় ৫ ও খাসির বাড়ল ২ টাকা

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর গরুর লবণযুক্ত প্রতিটি চামড়ার সর্বনিম্ন দাম এক হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে এক হাজার ৩৫০ টাকা। এ বছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আকার হিসেবে সর্বনিম্ন দাম নির্ধারণ করেছে সরকার। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসির চামড়ার কেনাদাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রপ্তানি করা যাবে জানিয়ে তিনি বলেন, চামড়া রপ্তানি-সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি তিন মাসের জন্য শিথিল করা হবে।
কোরবানির ঈদের ১০ দিন ঢাকায় চামড়া প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ উপযোগী করার জন্যই সারাদেশে বিনা মূল্যে লবণ সরবরাহ করা হবে।

তিনি বলেন, আমরা দুটা তথ্যচিত্র তৈরি করেছি, যেটা সারাদেশেই প্রদর্শন করা হবে। তথ্যচিত্রে আমরা কীভাবে চামড়া সংরক্ষণ এবং প্রসেস করতে হয়, সেটা শেখানোর চেষ্টা করব। এ ছাড়া আমরা ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দিয়েছি। এক্ষেত্রে পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সবাই আমাদের সহযোগিতা করেছে।
শেখ বশিরউদ্দীন বলেন, আমরা যেহেতু বিনা মূল্যে লবণ দিচ্ছি, প্রশিক্ষণ দিয়েছি এবং চামড়ার লবণ লাগাতে যে শ্রম ব্যয় হয়, সে সবকিছু বিবেচনায় নিয়েই এবার চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার যে মূল্য নির্ধারণ করা হয়েছে, সেটা যৌক্তিক।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।