Print Date & Time : 30 August 2025 Saturday 2:42 pm

গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডল গ্রেপ্তার

শেয়ার বিজ ডেস্ক : আবারও বড়সড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। তদন্তে অসহযোগিতার অভিযোগে গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে আটক করেছে সিবিআই।

অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তিনি প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এবার গরু পাচার মামলায় তৃণমূলের শীর্ষ নেতা অনুব্রত মন্ডলের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে সিবিআই আধিকারিকরা অনুব্রতর বাড়িতে ঢুকে বাড়ির সব দরজায় তালা মেরে দেন। নিয়ে নেয়া হয় বাড়ির সবার মোবাইল ফোন। পরিস্থিতি এমন হয় যে, অনুব্রতর দেহরক্ষীরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন না। পরে অবশ্য অনুব্রতর দেহরক্ষীদের প্রধানকে ভেতরে ঢুকতে দেয়া হয়। ঘণ্টাখানেক পর অনুব্রতকে বাড়ি থেকে বের করে বসানো হয় সিবিআইয়ের গাড়িতে। জানা যাচ্ছে, দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাকে নিয়ে যাওয়া হবে। সেখানে দফায় দফায় তাকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।
অন্য একটি সূত্র বলছে, তাকে আজ দুপুরে স্থানীয় আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। এদিকে অনুব্রত গ্রেপ্তারের কারণে চরম অস্বস্তিতে তৃণমূল।

এর আগেও বিভিন্ন সময় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বিভিন্ন কার্যকলাপকে ঘিরে তৈরি হয় বিতর্ক।