Print Date & Time : 14 August 2025 Thursday 11:24 pm

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধি, রাবি: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেবজ্যোতি বসাক পার্থ। গতকাল শনিবার ভোর রাত সাড়ে ৫টার দিকে আত্মহননের পথ বেছে নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পার্থর বন্ধু বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী শুভ জানান, ভোরে পার্থ তার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে তার পরিবার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পটুয়াখালী সরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পার্থর লাশ মর্গে রাখা হয়।

পার্থ তার পরিবার নিয়ে পটুয়াখালী শহরেই থাকতো।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, ‘পার্থর এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা দুঃখিত, আমাদের সুযোগ হয়নি পার্থর এ আবেগী সিদ্ধান্ত বদলে দেয়ার। শিক্ষক হিসেবে এটা গ্লানির।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থী মনে রাখবে যে কোনো মানসিক বিপর্যয়ে বিভাগের শিক্ষকদের কাছে মানসিক আশ্রয়ের অধিকার আছে। যে কোন নাজুক পরিস্থিতিতে একবার কথা বলবে যে কোনো শিক্ষকের সঙ্গে।’ এ সময় পার্থর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।