গহীনে সজল-তিশা

 

শোবিজ ডেস্ক : আদনান ও জয়ীতার আট বছরের বিবাহিত সংসার। কিন্তু গেল কয়েক বছর ধরে তাদের এই সংসার এখন সংঘাতে পরিণত হয়েছে। একজন আর আরেজনকে যেন কিছুতেই সহ্য করতে পারছে না। একজনের আচার-আচারণ অন্যজনের কাছে অসহ্য মনে হয়। আদনানের নাক ডেকে ঘুমানো, শাওয়ার শেষে ভেজা টাওয়েল বিছানার উপড়ে ছুড়ে ফেলা কিংবা শব্দ করে কফি খাওয়াÑএ ধরনের অনেক কিছুই জয়ীতার কাছে অসহ্য মনে হয়।

ঠিক একইভাবে জয়ীতার সারাক্ষণ হিন্দি সিরিয়াল দেখে হা হা-হি হি করে হাসা, কাঁড়ি কাঁড়ি টাকার শপিং করে অযথা টাকা ওড়ানো, অনেক সময় ধরে ফোনে কথা বলা অথবা সাওয়ার করতে ঘণ্টা অব্দি সময় লাগানোÑএসব কিছুই আদনানের কাছে বিরক্তিকর মনে হতে থাকে। এই নিয়ে প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া ঝাটি লেগেই থাকে। কথায় কথায় একজন আর একজনকে ডিভোর্স দেওয়ার কথা বলে। অথচ ওরা দুজনে ভালোবেসে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। দীর্ঘদিন ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু হঠাৎ করে কী যে হলো সেই গোছানো সংসারে কে জানে! দেখতেই পারে না একজন আরেক জনকে। তারপর কী হয়? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘গহীনে’। ফ্যাক্টর থ্রি সল্যুশনসের ব্যানারে নির্মিত স্মাস মিডিয়া প্রযোজিত গহীনে টেলিফিল্মটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা করেছেন নাজমুল রনি। নির্মাতা রনি জানান টেলিফিল্মটি এটিএন বাংলায় প্রচারিত টিভি ফিল্ম অব দ্য উইকেন্ড-এর জন্য নির্মাণ করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে এটি।