Print Date & Time : 28 August 2025 Thursday 1:22 am

গাংনীতে আওয়ামীলীগ নেতাসহ ৯জন গ্রেপ্তার

প্রতিনিধি, গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল ২৪ ঘন্টায় গাংনী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ জন এং নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ৫ জনেকে গ্রেফতার করে আজ মঙ্গলবার মেহেরপুর আদালতে সোপর্দ করা করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোকন দেওয়ান (৬২), ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন মোল্লা (৬০), রাইপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুল হান্নান (৫০), আওয়ামী লীগ কর্মী চাঁদপুর গ্রামের রাশিক আহম্মেদ (২৭) ও আরশেদ আলী(৪২)।

গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিরা হচ্ছে- পূর্বমালসাদহ গ্রামের আব্দুল গাফফার (৩৫) একই গ্রামের রফিকুল ইসলাম (২৫), ফতাইপুর গ্রামের জনি (৪২) এবং হেমায়েতপুর গ্রামের হাসেম (৪৫)।

জানা গেছে, সোমবার বিকেলে গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে আওয়ামী লীগ নেতা আব্দুর রবের বাড়িতে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করে। আকস্মিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়াকে নাশকতা এবং শান্তি শৃংখলায় বিঘ্ন ঘটোনোর উস্কানি হিসেবেই রাত থেকে শুরু হয় পুলিশের অভিযান। এ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া চার জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।