প্রতিনিধি, গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীর গোপালনগর মাঠে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধানের সমলয় ব্লক প্রদর্শনীর ধান কাটা মাড়াই উপলক্ষে শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। স্বাগত বক্তব্যে সমলয় চাষের সুবিধা ও দেশের কৃষির সার্বিক অবস্থা তুলে ধরেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান মঙ্গল, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ইউপি সদস্য আজাদসহ স্থানীয় কৃষকরা।