Print Date & Time : 7 September 2025 Sunday 5:16 pm

গাংনীতে ছেলের হাতে বাবা খুন

প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে প্রকাশ্যে-দিবালােকে ছেলের হাতে আফেল উদ্দীন (৬৫) নামের এক কৃষক খুন হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

নিহত আফেল হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে। ঘটনার পর ছেলে সুজন আলী (৩৩) পলাতক রয়েছেন।

আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন জানান, সুজন আলী ও তার বাবা আফেল উদ্দীন দুজনে বাড়িতে থাকাবস্থায় তিনি বাড়ির পাশে একটি দোকানে ডিম কিনতে যায়। সেখান থেকে বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি। এ সময় ছেলে সুজন আলীকে বাড়িতে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সুজন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

কাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, এর আগেও সুজন আলী তার বাবাকে মারধর করেছে বলে প্রতিবেশীরা জানিয়েছে। মানসিকভাবে অসুস্থ হওয়ায় বেশ কিছুদিন রাজশাহী, পাবনাসহ বিভিন্ন হাসপাতালে সুজন আলীকে চিকিৎসা দেয়া হয়েছে। সুজন গাংনী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল বলে জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, সুজন আলী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।