প্রতিনিধি, গাংনী(মেহেরপুর): মেহেরপুরের গাংনী উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। ২১৭ টি কেন্দ্রে ৩৪ হাজার ২৬৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসার আগে শিশুকে ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী ও অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সব ইমামকে মসজিদে এবং হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের মাধ্যমে সব হিন্দু পুরোহিতদের মন্দিরে ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ খাওয়ানোর জন্য ঘোষণা করার নির্দেশনা দেয়া হয়েছে।