প্রতিনিধি, গাংনী(মেহেরপুর) : মেহেরপুরের গাংনীর করমদি গ্রামের ভ্যান চালক আতিয়ার হোসেনকে খুন করে ভ্যান ছিনতাইয়ের ঘটনার দুই মাস্টার মাইন্ডকে গ্রেফতার করেছে পুলিশ।
গাংনী থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধার করা হয়েছে আতিয়ারের ছিনতাই হওয়া ভ্যান।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গাংনী উপজেলার বামন্দী বাজারের ভ্যান মেকার শাহান বাদশা ও একই গ্রামের আসিফ হোসেন।
গাংনী থানার ওসি বানি ইসরাইল জানিয়েছেন, গেল ২৩ ফেব্রæয়ারী রাতে ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশে আতিয়ারকে খুন করে তার পাখিভ্যান ছিনিয়ে নেয় আসামিরা। এ ঘটনায় তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।একই সাথে আতিয়ারের ব্যবহৃত ভ্যান উপজেলার কুঞ্জনগর গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।