প্রতিনিধি, গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনী উপজেলার ডাকাত প্রবণ এলাকা চোখতোলা মাঠে সেনাবাহিনী অভিযান চালিয়ে পিস্তল, পাঁচটি ককটেল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর সেনা ক্যাম্পের অভিযানে এসব উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সেখানে তল্লাশি করে ওই অস্ত্র, বিস্ফোরক এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে বলে সেনাবাহিনীর সূত্র জানায়।
উদ্ধার পিস্তল, ককটেল এবং গাঁজা গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।