Print Date & Time : 11 September 2025 Thursday 11:35 pm

গাংনীতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রতিনিধি, গাংনী(মেহেরপুর): মেহেরপুর গাংনীর চাঞ্চল্যকর ননদ ভাবী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মালা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনী থানা পুলিশের একটি টিম গতকাল বৃহষ্পতিবার ভোরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার ষানঘাট গ্রামের মহিবুল আলম ওহিদের স্ত্রী।

পুলিশ জানায়, ১২ অক্টোবর জমি জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিবুল আলম ওহিদের ধারালো অস্ত্রাঘাতে খুন হয় স্কুল শিক্ষক জাকিউল ইলমা জাকিয়া ও তার ননদ জোসনা খাতুন। এ হত্যার ঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী মালা খাতুন। মামলা রুজু হবার পর থেকেই মালা খাতুন আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতেই তার অবস্থান নিশ্চিত হয়েই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, আসামীকে আটকের পরপরই সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হলে তাকে আদালতে প্রেরণ করা হবে।