Print Date & Time : 17 July 2025 Thursday 12:15 pm

গাংনীতে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় এক ব্যক্তি উদ্ধার

প্রতিনিধি, গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-বেতবাড়ীয়া সড়কের নিশিপুর মাঠের মধ্যে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে (৩৫) উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বামন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বর) শাহ আলম জানান, আজ বৃহষ্পতিবার সকালে অচেতন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। তবে কি কারনে কারা তাকে এভাবে ফেলে রেখেছিল তার রহস্য খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান জানান, অচেতন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চেতনা নাশক কোন কিছু প্রয়োগের ফলে সে অজ্ঞান হয়ে আছে বলে ধারণা করছেন তিনি।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, অচেতন ব্যক্তির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে তার জ্ঞান ফিরলে সব রহস্যের জট খুলবে।