Print Date & Time : 12 September 2025 Friday 8:53 am

গাংনীর বাজারে সবজিতে স্বস্তি পেঁয়াজ রসুনে আবারও দুশ্চিন্তা

 

প্রতিনিধি, গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীর বাজারে সব ধরনের সবজির দাম কমলেও মাছ, পেঁয়াজ ও রসুনের দর বৃদ্ধিতে আবারও দিশাহারা হয়ে পড়েছে ক্রেতা-সাধারণ। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন সাধারণ মানুষ। জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, নিয়মিত তদারকি করা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় ও রোববার কয়েকটি হাট ও বাজারে খোঁজ নিয়ে গেছে, গেল এক সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির প্রতি কেজিতে কমেছে ২০-৩০ টাকা পর্যন্ত। বেগুন, কুমড়া, টমেটো, কলা, ফুলকপিসহ প্রায় সব প্রকার সবজির দাম পড়তির দিকে। তবে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দর বৃদ্ধি পেয়েছে ৪০ টাকার মতো, যা পাইকারিতে ১০৫ টাকা এবং খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা পর্যন্ত।

একই সঙ্গে রসুনের দর স্থিতিশীল থাকলেও মাছের দর বৃদ্ধিতে ক্রেতাদের মাঝে দানা বেঁধেছে অসন্তোষ। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয়ভাবে উৎপাদিত মাছের দর বেড়েছে কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত। রমজান সামনে রেখে মাছ ও পেঁয়াজের দর বৃদ্ধি ক্রেতাদের কপালে নতুন দুশ্চিন্তার ছাপ ফেলেছে। ক্রেতারা জানান, প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা, রসুন ২৪০ টাকা এবং মাছ সর্বনিম্ন ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে যাওয়ার ইঙ্গিত। রোজা সামনে রেখে এ দর যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য।

গাংনী পাইকার বাজারের আড়তদার সাহাদুল ইসলাম জানান, পেঁয়াজের দর এক সপ্তাহ ধরে ওঠানামা করছে। গতকাল রোবববার পেঁয়াজের দর শনিবারের চেয়ে কিছুটা কমেছে। শ্রেণি ভেদে পাইকারিতে ৭৫-১০৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় রোজার আগে আরও বাড়তে পারার আভাস দিলেন তিনি।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরের ঊর্ধ্বমুখীর বিষয়ে জানতে চাইলে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সরবরাহ আর চাহিদার পার্থক্যের ?ওপর এসব পণ্যের দর অনেকাংশে নির্ভর করে। তবে কেউ ইচ্ছেমাফিক দর বৃদ্ধি করছে কি না তা নজরদারি করা হচ্ছে।