প্রতিনিধি, গাংনী(মেহেরপুর): মেহেরপুরের গাংনী পূর্বমালসাদহ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বই বিতরন করেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক।
পূর্বমালসাদহ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বই উৎসবে বিশেষ অতিথী ছিলেন গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সহ-সভাপতি মজনুর রহমান আকাশ, বিশিষ্ট হোমিও চিকিৎসক তৌহিদ হোসেন ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল বারি। এসময় শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।