Print Date & Time : 12 September 2025 Friday 1:53 am

গাইবান্ধায় দুই সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা

শেয়ার বিজ ডেস্ক: গাইবান্ধার স্থানীয় দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলাবার দুপুরে প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন। মামলার পর আদালতের বিচারক ড. আব্দুল মজিদ মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর: ঢাকা পোস্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সোলায়মান আহমেদ সিদ্দিকী বাবু। তিনি বলেন, আদালত মামলাটি গ্রহণ করে গাইবান্ধা সদর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন ও সিনিয়র সহসভাপতি রবিন সেনের নামে গত ২৪ মে দৈনিক মাধুকর ও দৈনিক জনসংকেত পত্রিকায় জনৈক ব্যক্তিকে হুমকি দিয়েছি বলে নিউজ প্রকাশ করা হয়েছে। এতে প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতির মানহানি হয়েছে এবং তাদের সুনাম ক্ষুণœ হয়েছে।

জাভেদ হোসেন একজন গণমাধ্যমকর্মী। এ ধরনের মিথ্যা ভিত্তিহীন ও অসত্য নিউজ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রকাশ করে গুরুত্বর অপরাধ করেছেন এবং অপূরণীয় ক্ষতি হয়েছে মর্মে মামলার আবেদনে উল্লেখ করা হয়।