Print Date & Time : 4 August 2025 Monday 3:48 am

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ চার যুবক আটক   

প্রতিনিধি, গাইবান্ধা :গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলো গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের কায়ছার আলীর ছেলে কল্লোল মিয়া (২০), মধ্য ধানঘড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।

প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার জানান, শুক্রবার গভীর রাতে সদর উপজেলার গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগৎ রায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় অভিযান চালানো হয়। এসময় একটি ব্যাটারিচালিত মিশুক চুরি করে পালানোর সময় সংঘবদ্ধ অপরাধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মিশুক ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ডাকাতির একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোব, গাইবান্ধা সদর থানার ওসি মো. মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।