Print Date & Time : 30 August 2025 Saturday 8:25 am

গাইবান্ধায় পানিতে ডুবে তরুণের মৃত্যু

প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে গর্তে জমে থাকা পানিতে ডুবে এক প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মহসিন মিয়া (১৯)। তিনি চারিতাবাড়ি গ্রামের আনারুল ইসলামের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম নিহতের স্বজনদের বরাতে বলেন, সোমবার সকালের দিকে পরিবারের লোকজনের অজান্তে ওই তরুণ বাড়ি থেকে পার্শ্ববর্তী গুচ্ছগ্রামে দাদির বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে স্থানীয় মশিউর রহমান নামের এক ব্যক্তির জমিতে থাকা গর্তের পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।