Print Date & Time : 10 September 2025 Wednesday 5:12 pm

গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

 

প্রতিনিধি, গাইবান্ধা: প্রহসনের নির্বাচনী ফলাফল বাতিল এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এক সমাবেশে মিলিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ স¤পাদক মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবিব  সাঈদ, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মিতা হাসান, বাসদ মার্কসবাদী জেলা সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবির জেলা সদস্য আবদুল্লাহ আদিল নান্নু প্রমুখ।