Print Date & Time : 1 September 2025 Monday 4:02 am

গাইবান্ধায় বিশ্ব মা দিবস পালিত

প্রতিনিধি, গাইবান্ধা : বিশ্ব মা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়ের গল্প শোনার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার জেলা শিল্পকলা একাডেমিক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে রক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা. নার্গিস আক্তার, জেলা শিক্ষা অফিসার মোছা. রোকসানা বেগম, পিটিআই সুপারিনটেনডেন্ট মোছা. সাদিয়া আফ্রিন বিজলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ গিনি স্বপ্নজয়ী ২ জন গোবিন্দগঞ্জের হাসনা বেগম ও সদর উপজেলার শাহিদা বেগমের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেন।