প্রতিনিধি, গাইবান্ধা :বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী যুবলীগের শান্তি-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার গাইবান্ধা জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতারা।

Print Date & Time : 6 August 2025 Wednesday 5:10 pm
গাইবান্ধায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
সারা বাংলা ♦ প্রকাশ: