গাইবান্ধা প্রতিনিধি: চলতি রবি মৌসুমে গাইবান্ধা জেলায় বোরো ধানসহ অন্যান্য ফসল চাষে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত ৪ মাসে ১ লাখ ৬৪ হাজার ৭৭৭ মে. টন বিভিন্ন সারের চাহিদাপত্র দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে ইউরিয়া ৬৯ হাজার ৬৮৫ মে. টন টিএসপি, ২৪ হাজার ৯৬৫ মে. টন এবং এমওপি ৩৭ হাজার ৯৩৭ মে. টন। বিসিআইসি’র ২১৩ জন ডিলারের মাধ্যমে এসব সার কৃষকদের মধ্যে সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে।
বিসিআইসি’র গাইবান্ধা বাফার গোডাউন ইনচার্জ সুত্রে জানা গেছে, গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত ৫ হাজার ২৯৯ মে. টন ইউরিয়া, ২ হাজার ৩৭৮ মে. টন ডিএপি এবং ৮২৮ মে. টন টিএসপি সার ডিলারদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চাহিদাপত্র অনুযায়ী সারের এসব সাহায্যে বোরো ধান, গম, ভুট্টা ও আলুসহ অন্যান্য ফসল চাষের কর্মসূচি নেয়া হয়েছে মোট ১ লাখ ৯২ হাজার ৭১৭ হেক্টর জমিতে।