Print Date & Time : 11 September 2025 Thursday 10:35 pm

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় একটি বাসের ধাক্কায় নাফিজ শাহরিয়ার আকাশ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাফিজ পৌরসভা ব্রিজ রোডের শামসুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস ২৮ যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল।  দ্রæতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।