Print Date & Time : 11 September 2025 Thursday 10:14 am

গাইবান্ধায় হাসান হত্যা: সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

শেয়ার বিজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়িতে চাঞ্চল্যকর হাসান হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবুসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তথ্য প্রমাণ না থাকায় ৭ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আদালতে ১৬ আসামির মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন মওলানা নজরুল ইসলাম লেবু, আব্দুর রউফ, জালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান ও গাওরা তালেব। এদের মধ্যে দুই জন পালাতক রয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ি আদর্শ ডিগ্রী কলেজের অধক্ষ্য নিয়োগকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২২ আগষ্ট আসামিরা একই উপজেলার আমবাড়ি গ্রামের হাসান আলীকে হত্যা করেন। এ ঘটনায় হাসান আলীর ভাই আবুল কাশেম বাদী হয়ে একই বছরের ২৪ আগষ্ট পলাশবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০০ সালের ৩১ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহমেদ প্রিন্স।