Print Date & Time : 29 August 2025 Friday 6:29 pm

গাঙচিল বর্ষসেরা সম্মাননা পেলেন শেরপুরের ৩ কবি

প্রতিনিধি, শেরপুর : গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সারাদেশের গাঙচিল সদস্য কবিদের কর্মতৎপরতার উপর ভিত্তি করে বর্ষসেরা ব্যক্তিত্ব সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এবার ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সারাদেশে ১৬ জন কবিকে বর্ষসেরা ব্যক্তিত্ব সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

এই ১৬ জনের মধ্যে ৩ জনই পেয়েছেন শেরপুর জেলার কবি। এরা হলো গাঙচিল কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছড়াকার হারুনুর রশীদ, গাঙচিল ময়মনসিংহ বিভাগীয় এবং শেরপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাংবাদিক ও কবি রফিক মজিদ, কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম।

গত ২১ অক্টোবর ঢাকায় কারিতাস ভবনে গাঙচিল সভাপতি সাবেক সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গাঙচিলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত শুদ্ধতার কবি অসিম সাহা। ওই সভা শেষে উল্লেখিত কবিদের বর্ষসেরা সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। এদিকে একই সময়ে শেরপুর জেলায় সাহিত্য মেলায় অনুষ্ঠিত হওয়ায় শেরপুরের ৩ কবির মধ্যে ২ কবি রফিক মজিদ ও জাহাঙ্গীর আলম ঢাকায় উপস্থিত হতে না পারায় তাদের পক্ষে সম্মাননা গ্রহন করেন কবি হারুনুর রশীদ। পরে ২৩ অক্টোবর রোববার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের শেরপুর সাহিত্য মেলার সমাপনি দিনে গাঙচিল বই প্রদর্শন স্টলে সম্মাননা প্রাপ্ত কবিদের হাতে ওই সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর গাঙচিল উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সিনিয়র কবি জোবায়দা খাতুন, ছড়াকার নুরুল ইসলাম মনি, কবি হারুনুর রশীদ, কবি হাসান শরাফত, কবি আজাদ সরকার, কবি সালমা শৈলী, কবি ব্রীজেট বেবী, কবি নাহিদা সুলতানা ইলা, কবি শফিউল আলম, উম্মে কুলসুম রতœা, কহিনুর বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।