প্রতিনিধি, জাবি :গাছ কেটে একাডেমিক ভবন নির্মাণ করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) একাডেমিক ভবন নির্মাণের জন্য যে স্থান নির্বাচন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, সেখানে পাঁচ শতাধিক গাছ রয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দক্ষিণে এবং বিজ্ঞান কারখানার পার্শ্ববর্তী স্থানে ইনস্টিটিউটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ফুসফুস হিসেবে পরিচিত টিএসসির পাশের ‘সুন্দরবন বনভূমি’ ধ্বংসের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। মাস্টারপ্ল্যান ছাড়া উন্নয়নের নামে ভূমিগ্রাস, সবুজ বন ধ্বংস করে পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য বিনষ্ট করে ভবন নির্মাণের ঘোষণার পর থেকে বিভিন্ন সময়ে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
এছাড়া গত বুধবার (২৪মে) বেলা ১টায় মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ মে) নির্বিচারে গাছ কেটে ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন।
সর্বশেষ গতকাল বুধবার (৩১ মে) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শুরু করে প্রগতিশীল ছাত্র সংগঠন। মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে আইবিএ ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুর এ তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক মৌটুসী জুবাইদা রহমান।