গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৬ জনের প্রাণহানি

শেয়ার বিজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরো ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৬ জন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছেন। ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে।

আজ বুধবার (২৫ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে আসা সাধারণ মানুষদের ওপর আবারো ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া হামলায় কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৬ জন মারা গেছেন সহায়তা বিতরণ কেন্দ্রের আশপাশে গুলিবিদ্ধ হয়ে।

গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাহয় ২৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা খাদ্যের জন্য সহায়তা কেন্দ্রে যাচ্ছিলেন।

আল জাজিরা বলছে, মঙ্গলবারের এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) তত্ত্বাবধানে স্থাপিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে। জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিইএর প্রধান এসব সহায়তা বিতরণ কেন্দ্রগুলোকে ‘মৃত্যু ফাঁদ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস হাসপাতাল সূত্রে জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে সালাহ আল-দীন সড়কে সহায়তা নিতে আসা মানুষের ওপর হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪০ জন। এর মধ্যে ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর মোট প্রাণহানির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো এক লাখ ৩১ হাজার ৮৪৮ জন।