Print Date & Time : 28 August 2025 Thursday 1:54 am

গাজায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

# নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে নির্মম ও বেআইনি বলপ্রয়োগ অবিলম্বে বন্ধের দাবি

শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার থেকে বৃহস্পতিবার) আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২২ জন উত্তর গাজার বাসিন্দা। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। গতকাল বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে। খবর: আরব নিউজ।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, উত্তর থেকে দক্ষিণ পুরো উপত্যকাজুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ। উত্তর গাজার বাইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে একই পরিবারের অন্তত ১০ জন। অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহতে নির্বিচারে বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। এ দুই শহরে ইসরায়েলি বিমান হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ১০টি আবাসিক ভবন। ফলে অনেক হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সবশেষ পাওয়া খবর পর্যন্ত শহর বৃহস্পতিবার ভোর থেকে আইডিএফের হামলায় খান ইউনিস আর রাফাহতে প্রাণ গেছে ১০ জনের, যাদের বেশির ভাগ শিশু। তবে ১০টি আবাসিক ভবন যেখানে মাটিতে মিশে গেছে, সেখানে হতাহতের প্রকৃত সংখ্যা এত কম নয় বলে ধরা হচ্ছে।

এদিকে উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমান টহল দিচ্ছে এবং আর্টিলারি তথা গোলন্দাজ ইউনিট নতুন করে অবস্থান নিয়েছে। স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহুর সেনারা। নেতজারিম করিডর ও আশপাশের এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। মূলত করিডরটি দিয়ে গাজার মানুষের চলাচল সীমিত করতেই এ পদক্ষেপ নিয়েছে আইডিএফ। বিশ্লেষকরা বলছেন, গাজার মানুষদের পুনরায় বাস্তুচ্যুত করার নীলনকশারই অংশ এটি। আবারও উত্তর গাজা থেকে বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বাধ্য করছে ইসরায়েল। এরই মধ্যে অনেকে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে সরে যাচ্ছে।

উল্লেখ্য, কোনো ধরনের পূর্বঘোষণা বা সতর্কতা ছাড়াই গত মঙ্গলবার গাজায় নৃশংসতা শুরু করে ইসরায়েল। তাদের বর্বরতায় এক দিনেই প্রাণ হারায় ৪ শতাধিক ফিলিস্তিনি। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে গাজায় সর্বাত্মক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। বিরতিহীন ১৫ মাসে ইসরায়েলি হামলায় ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মহলের নিন্দা-সমালোচনার পরও পুরোদমে আগ্রাসন চালিয়ে গেছে ইসরায়েলি প্রশাসন। তাদের সাফাই ছিল—বেসামরিক জনগণ নয়, ইসরায়েলি হামলার লক্ষ্য ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হামাস। হামাসের গোপন আস্তানা, সুড়ঙ্গ আছে—এমন সন্দেহে ইসরায়েলি সেনাবাহিনী একের পর হাসপাতাল আর জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে হামলা চালিয়ে গেছে।

সবশেষ গত ১৯ জানুয়ারি বিভিন্ন পক্ষের ব্যাপক তোড়জোড়ে কার্যকর হয় ৪২ দিন করে তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ। তবে, প্রথম ধাপের যুদ্ধবিরতির মধ্যেও বিভিন্ন অভিযোগে গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী শুরু থেকেই গড়িমসি করেছেন। প্রথম ধাপের ১৬ তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা থাকলেও নানা টালবাহানায় সেই আলাপ শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ারও ১০ দিন পর।

গত ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। পরে, উপত্যকার বিভিন্ন স্থানে বন্ধ করে দেওয়া হয় পানি ও বিদ্যুৎ সরবরাহও। এরপর গত মঙ্গলবার যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়েছে দাবি করে গাজার নিরীহ বাসিন্দাদের লক্ষ্য করে আবারও হামলা চালাতে শুরু করেছে আইডিএফ। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চান সংস্থাটির ফিলিস্তিনি দূত। তিনি বলেন, একদিনে ৪৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলিরা, যাদের মধ্যে ১৮৩ জনই শিশু। নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে এই নির্মম ও বেআইনি বলপ্রয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলের সুস্পষ্ট যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে, নিরাপত্তা পরিষদের যে সামান্য বিশ্বাসযোগ্যতা এখনো অবশিষ্ট রয়েছে, তাও আরও ক্ষুণ্ন হবে।