Print Date & Time : 6 July 2025 Sunday 6:51 pm

গাজায় ঈদুল আজহার দিনেই ইসরায়েলি হামলায় নিহত ৪২

শেয়ার বিজ ডেস্ক : ঈদের দিনে গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঈদুল আজহার আনন্দকে ছাপিয়ে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানায়, নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৬ জুন) খান ইউনুসের নাসের হাসপাতালে ১৬টি মরদেহ, আল-শিফা হাসপাতালে ১৬টি, আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৫টি এবং দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আরও ৫টি মরদেহ আনা হয়।

আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজউম বলেন, ‘গাজায় এভাবেই ঈদের সকাল শুরু হয়েছে-বিস্ফোরণ, আর্তনাদ ও মৃত্যুর মাঝে। ঈদের দিনে এটি এখন শুধুই বেঁচে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি।’

বৃহস্পতিবার (৫ জুন) আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত এক সাংবাদিক শুক্রবার মারা যাওয়ার পর, চলমান সংঘাতে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই হামলাকে সাংবাদিকদের বিরুদ্ধে ‘পদ্ধতিগত অপরাধ’ হিসেবে উল্লেখ করে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিরোধের আহ্বান জানিয়েছে।

ত্রাণের খোঁজে গিয়ে গুলিতে প্রাণহানি
রোববার ভোরে হাজারো গাজাবাসী ত্রাণ নিতে একটি বিতরণ কেন্দ্রে ভিড় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাগ রাউন্ডআবাউটে পৌঁছালে ইসরায়েলি সেনারা ট্যাংক, নৌযান ও ড্রোন থেকে গুলি চালায়। গুলিতে বহু হতাহত হন।

খান ইউনুসের সার্জন ডা. গোহর রাহবোর বলেন, ‘আমি যেসব রোগীর অপারেশন করেছি, তাদের শরীর থেকে ইসরায়েলি এম-১৬ রাইফেলের গুলি বের করেছি। রোগীরা জানিয়েছে, গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত সপ্তাহে বিতরণ কার্যক্রম শুরু করেছিল জিএইচএফ, তবে একাধিক প্রাণঘাতী ঘটনার পর তাদের কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেসবুক পোস্টে সংস্থাটি জনগণকে এসব কেন্দ্র এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

জিএইচএফ’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কেন্দ্র পাহারায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা বাহিনী গুলি চালায়নি। তবে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জিএইচএফ’র ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছে।

ইসরায়েলি সেনার প্রাণহানি

শুক্রবার খান ইউনুসে একটি বোমা পুঁতে রাখা ভবনে বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। চলতি সপ্তাহে গাজায় মোট আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

ভয়াবহ মানবিক বিপর্যয়
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৪ হাজার ৬৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৫ হাজার ৫৩০ জন আহত হয়েছেন। অপরদিকে, হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন এবং দুই শতাধিক ব্যক্তি জিম্মি হন।

যুদ্ধবিরতির নতুন উদ্যোগ
বৃহস্পতিবার কাতার ও মিসর জানায়, যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাবের আলোকে ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অতীতের মতো এবারও ইসরায়েলের ‘সম্পূর্ণ সেনা প্রত্যাহার’ ও ‘যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের’ মতো শর্ত নিয়ে জটিলতা তৈরি হতে পারে।