Print Date & Time : 8 September 2025 Monday 5:03 am

গাজায় জ্বালানি প্রবেশের অনুমতি ইসরায়েলের

শেয়ার বিজ ডেস্ক: জাতিসংঘের চাহিদা মেটানোর জন্য ফিলিস্তিনের ভ‚খণ্ড গাজায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা। খবর: রয়টার্স।

ওয়াশিংটন থেকে অনুরোধ আসার পর সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতি দুই দিনের জন্য প্রায় এক লাখ ৪০ হাজার লিটার করে জ্বালানি প্রবেশের জন্য অনুমোদন দেয়া হবে।

তিনি জানান, এসব জ্বালানির বেশিরভাগ ত্রাণ সরবরাহকারী ট্রাকের জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি জাতিসংঘকে পানি ও জঞ্জাল সাফ করার কাজে সহায়তা করতে কিছু দেয়া হবে। বাকিটা মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা সচল করতে ব্যবহার করা হবে। গাজায় জ্বালানির অভাবে এসব পরিষেবা বন্ধ।

গাজায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট পরিষেবাদানকারী কোম্পানি জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের সংস্থা আনরার মাধ্যমে কিছু জ্বালানি পাওয়ার পর তাদের পরিষেবা ফিরতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানিয়েছেন, এই জ্বালানি সমঝোতা এগিয়ে নেয়ার জন্য ওয়াশিংটন ইসরায়েলের ওপর উল্লেখ করার মতো চাপ সৃষ্টি করেছিল।

তিনি জানান, সপ্তাহ দুয়েক আগেই নীতিগতভাবে এই চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু দুটি কারণে ইসরায়েল এটি অনুমোদন করতে দেরি করে।

ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানান, গাজায় দক্ষিণাংশে জ্বালানি ফুরিয়ে যায়নি, আর তারা দেখতে চান, আগে জিম্মিদের মুক্ত করতে তারা কোনো দরকষাকষি করতে পারেন কি না।

আনরার প্রধান সতর্ক করে বলেছিলেন, জ্বালানির অভাবে সংস্থাটি তাদের সব কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হতে পারে। সর্বশেষ প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, তাদের মৌলিক মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিদিন এক লাখ ৬০ হাজার লিটার জ্বালানি দরকার। ইসরায়েল প্রতিদিন যে পরিমাণ জ্বালানি গাজায় পাঠানোর অনুমতি দিয়েছে, এই চাহিদা তার দ্বিগুণ।