Print Date & Time : 13 September 2025 Saturday 5:56 pm

গাজায় দফায় দফায় ইসরাইলের বিমান হামলা

শেয়ার বিজ ডেস্ক: রকেট ছোড়ার জবাবে ফিলিস্তেনের গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গত শনিবার গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনার দাবি করেছে ইসরাইল। খবর: আল জাজিরা।

গতকাল ইসরাইলের সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, নববর্ষ উদ্যাপনে বিশ্বব্যাপী আতশবাজির আলোয় যেমন আলোকিত হয়ে যায়, তেমনি গাজার সন্ত্রাসীদের রকেটে এমনটা ঘটেছে। এর জবাবে গাজার শুধু হামাসের স্থাপনায় হামলা চালিয়েছি আমরা। এর মধ্যে একটি হামাসের রকেট উৎপাদনের সাইট ও তাদের সামরিক স্থাপনা ছিল।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলে হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাসের ছোড়া দুটি রকেট ভূ-মধ্যসাগরে সাগরে গিয়ে পড়ে। গাজা থেকে ছোড়া রকেটগুলো ইসরাইলে হামলার উদ্দেশে ছিল কি না তা স্পষ্ট নয়। কারণ গাজা থেকে প্রায়ই ভূমধ্যসাগরের দিকে রকেট পরীক্ষা চালানো হয়।

শনিবারের হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। সামরিক বাহিনী আরও জানায়, রকেট হামলায় সাইরেন বাজানো হয়নি। রকেট প্রতিহতের জন্য আয়রন ডোম সিস্টেমও বসানো হয়নি।

উল্লেখ্য, গত বছর মে মাসে ইসরাইল ও হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধে আড়াই শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারান। তাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। পরবর্তী সময়ে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ।

গত বছর অন্তত ৩৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসলাইল সেনারা বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে। নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক ছিলেন। নিহতদের ২২ শতাংশ শিশু ও ১৯ শতাংশ নারী। 

ফিলিস্তিনের মৃত পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানান, তারা সব হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করেছেন।