গাজায় নিহত ৩২ হাজারের কাছাকাছি

শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধে ৩১ হাজার ৯৩২ জন নিহত হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিহতের সংখ্যা ২৮ হাজার। একই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান বৈশ্বিক চাপ থাকলেও তিনি বলছেন, যুদ্ধ চলবে। খবর: আল জাজিরা ও ডেইলি সাবাহ।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ভর্চুয়াল কলে নেতানিয়াহু এসব কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সিনেটর জোশ হাওলি।

নেতানিয়াহুর বক্তব্যে প্রকাশিত নিহতের এই পরিসংখ্যানটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় চার হাজার কম। ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের ৫ মাসের বেশি সময় ধরে চলা নৃশংস আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৩১ হাজার ৯৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর এই আগ্রাসনে এখন পর্যন্ত আহত ফিলিন্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৬ জনে।

হাওলি বলেছেন, ইসরায়েল গাজায় হামলার সময় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে বলে নেতানিয়াহু জোর দিয়ে জানিয়েছেন। নেতানিয়াহু এটি সম্পর্কে খুব  সচেতন, তিনি বেশ কিছুটা সময় নিয়ে এটি সম্পর্কে কথা বলেছেন।

এদিকে গাজায় যুদ্ধ চলবে বলে রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী ভিডিওলিংকের মাধ্যমে রিপাবলিকান সিনেটরদের উদ্দেশে ভাষণ দেয়ার পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বলেছেন, গাজায় হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েল তার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে নেতানিয়াহু রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন।

সিনেটর জন বারাসো বলেন, আমরা তাকে যুদ্ধের আপডেটের বিষয়ে জিজ্ঞাসা করেছি এবং আমরা তার জবাবে যুদ্ধ চালিয়ে যাওয়া, বন্দিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উত্তর পেয়েছি। আমরা তাকে বলেছি ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে এবং তিনি বলেছেন তারা ঠিক এটিই করে চলেছেন।

ইসরায়েলের বিষয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন দেশটির সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে সিনিয়র ইহুদি রাজনীতিবিদ চাক শুমার প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শান্তির পথে বাধা হিসেবে উল্লেখ করেছেন।