শেয়ার বিজ ডেস্ক: গাজা উপত্যকার আল-আহলি আল-আরাবি হাসপাতালে বিমান হামলা করেছে ইসরাইল। এতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন। গত মঙ্গলবার এ হামলা হওয়ার পর থেকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। তবে ইসরাইল এ হামলার দায় অস্বীকার করেছে। খবর: রয়টার্স।
দুই সপ্তাহ ধরে গাজা ভূখণ্ডে চলা ইসরাইলের ভয়াবহ হামলার মধ্যে হাসপাতালে চালানো এ হামলাটি সবচেয়ে প্রাণঘাতী একক ঘটনা। এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজার আল আহলি আল-আরাবি হাসপাতালে বিস্ফোরণ এবং এতে ব্যাপক প্রাণহানিতে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও গভীরভাবে দুঃখিত। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই আমি জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি আর প্রকৃতপক্ষে কী ঘটেছে সে বিষয়ে তথ্য সংগ্রহে আমরা জাতীয় নিরাপত্তা দলকে নির্দেশ দিয়েছি। যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে বেসামরিক জীবনের সুরক্ষার পক্ষে দ্ব্যর্থহীনভাবে দাঁড়িয়েছে। এই শোচনীয় ঘটনায় নিহত রোগী, চিকিৎসা কর্মী ও অন্য নিরপরাধ লোকজনের জন্য শোক জানাই।
হাসপাতালে চালানো হামলায় কয়েকশ মানুষ নিহত হওয়ার ঘটনাকে ‘অমানবিক অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, এই হামলায় জড়িত না থাকলে ইসরাইলের উচিত স্যাটেলাইট ছবি সরবরাহ করা।
জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস এর তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় তিনি ‘আতঙ্কিত বোধ’ করেছেন।
সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ফ্রান্স গাজার আল-আহলি আল-আরব হাসপাতালে চালানো হামলার নিন্দা জানায়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো বলেন, গাজার হাসপাতালে হামলা ভয়ানক এবং পুরোপুরি অগ্রহণযোগ্য।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটি গাজা ভূখণ্ডের আল-আহলি হাসপাতাল লক্ষ করে ইসরাইলের চালানো হামলায় কয়েকশ মানুষ হতাহত হওয়ার তীব্র নিন্দা করেছে।
মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি এক বিবৃতিতে গাজার হাসপাতালে ইসরাইলের বোমা হামলার তীব্র নিন্দা করেছেন।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজার হাসপাতালে হামলায় কয়েকশ রোগী ও বাস্তুচ্যুত মানুষ নিহত হওয়া ঘটনার তীব্র নিন্দা করেছে।
এছাড়া নিন্দা জানিয়েছে ইরান, তুরস্ক, কাতার, সিরিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।