Print Date & Time : 29 August 2025 Friday 4:15 am

গাজা সংঘাতে দায়ী ইসরায়েল, বলছে উত্তর কোরিয়া

শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তানের মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া। এই সংঘর্ষের জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটি। খবর রয়টার্স।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার (১০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত সহিংসমূলক কর্মকাণ্ডের ফলে এই যুদ্ধ।

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত রোদং সিনমুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে মঙ্গলবার ইসলায়েল ও ফিলিস্তিনি সংঘাত নিয়ে একটি নিবন্ধ লিখেছেন।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল এই সংঘাত। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলাই এই সংকট সমাধানের মূল উপায় বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘর্ষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে কাতার, সৌদি আরব, ইরান, রাশিয়া ও চীন।