Print Date & Time : 29 August 2025 Friday 1:45 pm

গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতি তদন্তে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। চার মাসের মধ্যে এর তদন্ত শেষ করতে নির্দেশ দেয়া হয়।

রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারোয়ার আহমেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

এর আগে গত বছরের ২১ আগস্ট একটি জাতীয় পত্রিকায় ‘কিরণের কেরামতিতে বেহাল গাজীপুর সিটি করপোরেশন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের কপি সংযুক্ত করে এ সংক্রান্ত অভিযোগ তদন্তের আবেদন করেন এক আইনজীবী।