Print Date & Time : 29 August 2025 Friday 8:20 am

গাজীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের লাশ উদ্ধার

প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে নিখোঁজের ছয় দিন পর আব্দুল বারী (৪৬) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জানুয়ারি) সকালে মহানগরীর মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনের রেললাইন সংলগ্ন ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল বারী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুর সদর থানাধীন দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিন বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৩ জানুয়ারি) সকালে খেঁজুর রস আনতে চাপুলিয়া বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন আব্দুল রারী। ওই দিন বাড়িতে ফিরে না আসায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জিডিটি অপহরণ হিসেবে নথিভুক্ত করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিউল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ঝোপের মধ্যে ফেলে পালিয়ে গেছে। পরিবারের সদস্যরা লাশটি আব্দুল বারীর বলে শনাক্ত করেছেন। ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আব্দুল বারীর লাশ পাঠানো হয়েছে।